হাইকোর্টের পৃথক ১৩টি দ্বৈত বেঞ্চে দুই দিনে ৮ হাজার ৫১৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।
আদালতসংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা অনুসারে ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের পুরোনো ফৌজদারি বিবিধ মামলাগুলো দ্রুত শুনানি এবং নিষ্পত্তির উদ্যোগ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর অংশ হিসেবে ১৭ এপ্রিল পৃথক ১৩টি দ্বৈত বেঞ্চ গঠন করে দেন তিনি। বেঞ্চগুলো ২০ ও ২১ এপ্রিল বসবেন বলে বেঞ্চ গঠনসংক্রান্ত আদেশে উল্লেখ করা হয়।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে জানান, ফৌজদারি বিবিধ (ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারায় আনা) ৮ হাজার ৫১৭টি মামলা হাইকোর্ট বিভাগের ১৩টি বেঞ্চে নিষ্পত্তি হয়েছে।