তুর্কি জাতির পিতা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আজ সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় তুরস্কের আঙ্কারায় অবস্থিত কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় প্রধান বিচারপতি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরবর্তীতে সমাধিস্থলে ভিজিটর’স বইতে লিখেন।
পরিদর্শক বইতে প্রধান বিচারপতি লিখেন, ‘আমি খুবই সম্মানিত বোধ করছি যে, আনিতকবির পরিদর্শনে আসতে পেরেছি এবং মহান তুর্কি নেতা মোস্তফা কামাল আতাতুর্কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি, যার প্রগতিশীল সংস্কার এবং ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি শুধুমাত্র আধুনিক তুরস্ককে রূপ দেয়নি, বরং সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে।
কামাল আতাতুর্কের প্রতি বাংলাদেশের মানুষের গভীর শ্রদ্ধা রয়েছে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এই বন্ধন আরও মজবুত হোক এই কামনা করি।
আমাকে এখানে স্বাগত জানানোর জন্য আমি তুর্কি সরকার এবং আনিতকবির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই সুন্দর দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করছি।
বাংলাদেশ-তুরস্কের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।’
এসময় তুরস্কের সরকারের স্থানীয় প্রশাসনের এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. নূরুজ্জামান
প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০১ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৯ সালে হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হন তিনি।