দেশের বিভিন্ন জেলায় ৬২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ১১টি অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের জন্য সর্বমোট ৭৩ জন বিচারকের পদ সৃজনে মঞ্জুরি জ্ঞাপন করেছে সরকার।
সম্প্রতি আইন, বিচার, ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার নিকট প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
একই সঙ্গে এসব আদালতের জন্য বিচারকের পাশাপাশি ৭৩টি সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সমান সংখ্যক বেঞ্চ সহকারী ও অফিস সহায়কের পদও সৃজন করা হয়েছে।
ওই চিঠি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব পদ সৃজনে ২০২০ সালের ৩ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়, ২০২১ সালের ১৬ মার্চ এবং ৩১ আগস্ট পৃথক দুটি স্মারকযুক্ত পত্র মূলে অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করে।
এছাড়া ২০২১ সালের ৪ এপ্রিল, ১৭ জুন এবং ২৯ সেপ্টেম্বর পৃথক পৃথক স্মারকযুক্ত পত্রের মাধ্যমে অর্থ বিভাগ এসব পদের বেতনগ্রেড নির্ধারণ ক্রমে সম্মতি জ্ঞাপন করে।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী ও মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর অনুমোদন এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণসহ যাবতীয় আনুষ্ঠানিকতা পালনের জন্য সরকারি আদেশ জারি করা হয়েছে।