মামলা দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এসময় তিনি বলেছেন, ‘মানুষ বিপদে পড়ে আদালতে আসেন। একটি কেস যদি ২০ থেকে ৩০ বছর ধরে চলে, তাহলে মানুষের কেন আস্থা থাকবে। মানুষের আত্মবিশ্বাস থাকবে না। আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।’
রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আজ রোববার (৮ মে) দুপুরে তিনি এসব কথা বলেন। সমিতির প্রাঙ্গণে প্রধান বিচারপতিসহ হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামানকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি আরও বলেন, ‘জনগণের করের টাকায় আমাদের বেতন হয়। আমাদের একটি পাবলিক সময় রয়েছে। এই সময়কে ব্যবহার করতে হবে। ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। আমি শপথ নেওয়ার পর বিভিন্ন সমিতির আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। তাদের ৯টা বাজার ৫ মিনিট আগে অফিসে আসতে বলেছি।’
প্রধান বিচারপতি বলেন, ‘আমরা ১৯৭১ সালের উপকারভোগী। দেশ স্বাধীন না হলে আমরা প্রধান বিচারপতি, বিচারপতি, ডিসি, এসপি, আইনজীবী হতে পারতাম না। তাই জনগণের বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে।’
হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান বলেন, অনেক মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন আছে। বিচারকের সংকটও ছিল। এসব সমস্যা সমাধান করা হবে। রাজবাড়ীতে সম্প্রতি কয়েকজন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক বিজন কুমার বোস।
সভার শুরুতে সদ্য প্রয়াত আইনজীবী ও সাবেক সাংসদ শাহ জিকরুল আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় জেলা আইনজীবী সমিতির বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।