চট্টগ্রামে ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আসামিদের উপস্থিতিতে আজ সোমবার (৯ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. নুরুল গণি ও সাইফুল ইসলাম। নুরুল গণি নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকার মৃত হাজী ওবায়দুল হকের ছেলে। অপরদিকে সাইফুল ইসলাম পটিয়ার দক্ষিণ হরিণখাইন গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ জানুয়ারি পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
এরপর অধিদফতরের চট্টগ্রাম মেট্রো সার্কেলের পরিদর্শক জাকির হোসেন বাদি হয়ে তাদের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারকালে পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।