আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য পরিবেশনকারীকে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে আইনজীবীরা।
আজ মঙ্গলবার (১০ মে) গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এমন ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতির নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সুনীল কুমার দাস, সাধারণ সম্পাদক এম. জুলকদর রহমান, সাবেক পিপি আব্দুল হালিম প্রমুখ।
গ্রেপ্তারকৃতকে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়ে বক্তারা সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মানহানিকর তথ্য পরিবেশন ও বিশৃংখলা সৃষ্টি চেষ্টাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, সম্প্রতি শহরতলীর চরমানিকদাহ গ্রামের বাসিন্দা আলিমুজ্জামান আলিম ফেসবুকে সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে স্ট্যাটাস দেন। এতে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পুলিশ আলিমুজ্জামানকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।