নিউমার্কেটের ক্যাপিটাল ফাস্টফুড দোকানের দুই কর্মচারী মো. বাবু হোসেন ও কাওসারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (১১ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আদালতে ওই দুজনকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার (৯ মে) রাতে রাজধানীর হাজারীবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ হয়, যা চলে সন্ধ্যা পর্যন্ত। এ সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ হাসান ও মুরসালিন মারা যান।
এ ঘটনায় দুটি হত্যা মামলা, একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা হয়।
পুলিশের কর্তব্যকাজে বাধা দানের মামলায় স্থানীয় বিএনপি নেতা মকবুল হোসেনকে আসামি করা হয়। ওই মামলায় মকবুল হোসেন সহ এর আগে সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়। এই দুই দোকান কর্মচারীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হলো।