পুরুষকে ‘টাক’ বলা যৌন হয়রানি হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে বলে রায় দিয়েছেন যুক্তরাজ্যের কর্মসংস্থান ট্রাইব্যুনাল। অপমান করার জন্য একজন পুরুষের প্রতি ‘টাক’ শব্দের ব্যবহার একটি ‘সুরক্ষিত লিঙ্গ বৈশিষ্ট্য’ বলে যুক্তি দিয়েছে ট্রাইব্যুনাল।
যুক্তরাজ্যের কর্মসংস্থান সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দিয়েছে। গত বুধবার (১১ মে) এ রায় প্রকাশিত হয়।
রায়ে ট্রাইব্যুনালের বিচারকরা চুল পড়া নিয়ে তাদের নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে টাক পড়া বেশি দেখা যায়। ফলে অপমান করার জন্য ‘টাক’ শব্দের ব্যবহার একটি “সুরক্ষিত লিঙ্গ বৈশিষ্ট্য” এর সাথে সম্পর্কিত। ট্রাইব্যুনাল ১৯৯৫ সালের একটি মামলার ভিত্তিতে একজন নারীর স্তনের আকার নিয়ে মন্তব্য করার সাথে একজন পুরুষকে টাক ডাকার তুলনা করেছে।
জানা গেছে, ভুক্তভোগী টনি ফিন ব্রিটিশ বাং ম্যানুফ্যাকচারিং কোম্পানির ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করছিলেন। দীর্ঘদিন যাবত তিনি ওই কোম্পানিতে কর্মরত ছিলেন। গেল বছর ফিনকে বরখাস্ত করা হয়েছিল এবং তার বরখাস্তের পরিস্থিতিও এই মামলার অংশ।
রায় অনুযায়ী ফিন ক্ষতিপূরণ পাবেন, যদিও পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।
সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান