দেখে বুঝার উপায় নেই যে তিনি একজন টাউট। দিব্যি কোট-গাউন পড়ে ফিটফাট হয়ে আদালত অঙ্গনে শুধু দাপিয়েই বেড়ান না বরং অংশ নেন মামলার শুনানিতেও! অথচ তিনি আইনজীবী তো নন-ই, নেই আইন বিষয়ে কোন সনদও। তবে শেষ রক্ষা হয়নি, আটক করা হয়েছে সেই টাউটকে।
আজ বৃহস্পতিবার (১৯ মে) ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে মামলা শুনানিকালে তাকে আটক করা হয়। কোট-গাউন পরিহিত এই টাউটকে আটক করে ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের টাউট উচ্ছেদ কমিটি।
সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আবু সুফিয়ান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ব্যক্তি না আইনজীবী, না ক্লার্ক। এমনকি আইন বিষয়ে কোন সনদ নেই তার। তারপরও কোর্টে মামলা শুনানি করছে! আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ অভিযানে অবশেষ ধরা পড়েছে।
অ্যাডভোকেট সুফিয়ান বলেন, সমিতির কার্যনির্বাহী পরিষদ কর্তৃক টাউট উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইনজীবীবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কাম্য।