ভবন নির্মাণের জন্য দুই জেলা আইনজীবী সমিতিতে ৫০ লক্ষ টাকা করে মোট এক কোটি টাকা অনুদান দিল সরকার। কুমিল্লা ও গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতিকে এ অনুদান দেয়া হয়েছে।
সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে চীফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর প্রেরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শামসুদ্দীন মাসুম স্বাক্ষরিত পত্রে বলা হয়, চলতি অর্থ বছরে আইন ও বিচার বিভাগের বিশেষ অনুদান খাতে স্থিতিকৃত অর্থ থেকে জেলা সমিতির ভবন নির্মাণের অনুদান হিসেবে বর্ণিত শর্তে বরাদ্দ প্রদান করা হল।
বরাদ্দকৃত অর্থ জেলা আইনজীবী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক/জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অফিস থেকে সংশ্লিষ্ট জেলা জ্জ কর্তৃক প্রতিস্বাক্ষর বিলের মাধ্যমে উত্তোলন করবেন।