ঘুষের টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল।
আজ বুধবার (২৫ মে) দিনাজপুরে তার নিজ কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
দুদক জানায়, মোস্তাফিজুর রহমান ঈশান এগ্রো অ্যান্ড ফুড নামের একটি প্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা ঘুষ আদায় করছিলেন। এসময় তাকে হতে-নাতে গ্রেপ্তার করা হয়েছে।
দুদকের পক্ষ থেকে আরও জানানো হয়, মোস্তাফিজুর রহমান কারখানার মালিককে লাইসেন্স নবায়ন নিয়ে ভয় দেখান। ঘুষ না দিলে মামলা করারও হুমকি দেন তিনি।