টাঙ্গাইলে নেশা করার জন্য টাকা দিতে অস্বীকৃতি জানানোর জেরে বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
আসামির উপস্থিতিতে আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরের দিকে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তির নাম মো. হাসমত আলী (৪২)। তিনি ঘাটাইল উপজেলার রামদেবপুর হেংগারচালা গ্রামের ছামেদ আলীর ছেলে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, হাসমত আলী ২০২০ সালের ১৭ অক্টোবর রাত ৯টার দিকে তার বাবা ছামেদ আলীর কাছে নেশা করার জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে হাসমত তার তার বাবাকে মারধর শুরু করে।
একপর্যায়ে বাড়িতে থাকা কোদাল দিয়ে ছামেদ আলীর গলা, মাথা ও ঘারে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ছামেদ আলীর মৃত্যু হয়। এরপরই মা হাসনা বেগমকে কোপাতে গেলে এলাকার লোকজন এসে হাসমতকে আটক করে। ওইদিন রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হয়।
পরদিন হাসমতের মা বাদী হয়ে ছেলে হাসমতকে একমাত্র আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
গ্রেফতার হওয়ার পর থেকে হাসমত আলী জেলহাজতে ছিলেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে আনা হয়। এরপর তাকে ফের কারাগারে পাঠানো হয়।