আইনি প্রক্রিয়ায় না আসা পলাতক ব্যক্তির পক্ষে আদালতে উপস্থিত না হতে আইনজীবীদের সতর্ক করে দিয়েছেন হাইকোর্ট। যদি কোনো আইনজীবী পলাতকদের পক্ষে মামলা নিয়ে আসেন (অ্যাপেয়ার করেন) তাহলে সেসব আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে বলেও জানান আদালত।
আজ রোববার (৫ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এমন অভিমত দেন।
দুর্নীতির এক মামলায় দণ্ডিত ব্যক্তির আপিল ও জামিন আবেদন দায়েরের জন্য এক আইনজীবী আদালতে অনুমতি চান। এসময় আবেদনকারীর আইনজীবী এম মঈনুল ইসলামের উদ্দেশে আদালত বলেন, ‘আবেদনকারী কোথায় আছেন?’ তখন আইনজীবী বলেন, ‘ভেতরে (কারাগারে) আছেন।’
এ সময় ওই বেঞ্চে উপস্থিত সব আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘যাঁরা দেশের বাইরে থাকবেন, প্রসিডিংয়ের (আইনি কার্যধারা) বাইরে থাকবেন, তাঁদের আবেদন নিয়ে আসবেন না। এ বিষয়ে সতর্ক থাকবেন। পলাতক ব্যক্তির পক্ষে অ্যাপিয়ার (আদালতে আইনজীবী হিসেবে উপস্থিত থাকা) করবেন না। পলাতকের পক্ষে অ্যাপিয়ার করলে আদালত অবমাননার রুল ইস্যু করে দেওয়া হবে।’
এরপর আইনজীবী এম মঈনুল ইসলামকে আবেদন দায়েরের অনুমতি দেন আদালত।