করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
উচ্চ আদালত ও অধস্তন আদালতের বিচারিক সেবা ও তথ্য প্রদান প্রক্রিয়া সহজ করতে ‘আমার আদালত’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে আজ শনিবার (১১ জুন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তাঁরই এই অ্যাপ উদ্বোধনের কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
এদিকে আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিমও আইনমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গায়ে জ্বর থাকায় করোনা পরীক্ষা করা হয়, গত বৃহস্পতিবার মন্ত্রী মহোদয়ের করোনা পজিটিভ আসে। তিনি এখন বাসায়ই অবস্থান করছেন, বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো জটিলতা নেই।’