দেশে প্রথমবারের মত জেলা পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে আইনগত পরামর্শ ও সহায়তা সার্ভিস চালু করেছে রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড অফিস।
দূর্গম পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রত্যন্ত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে থাকা গরীব অসহায় বিচার প্রার্থীরা এখন থেকে জেলা শহরে না এসে নিজের বাসা থেকে লিগ্যাল এইড রাঙ্গামাটির আইনগত সহায়তা ও পরামর্শ নিতে পারবেন।
রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ বলেন, অনলাইনে আইনগত সহায়তা ও পরামর্শ সার্ভিসের মাধ্যমে তৃণমূলের বিচার প্রার্থীরা কোনো মধ্যস্বত্বভোগীর সহায়তা ব্যতীত সরাসরি সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসারের সাথে কথা বলে আইনগত সহায়তা ও পরামর্শ নিতে পারবেন।
সপ্তাহের প্রতি সোমবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত সময়ে হোয়াটসঅ্যাপে এই সেবা পাওয়া যাবে। পর্যাপ্ত জনবল ও অবকাঠামো পাওয়া গেলে এই সেবা সপ্তাহে কমপক্ষে তিন দিন করার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।