অনিয়ম, দুর্নীতি, অসদাচরণসহ নানা অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (২৮ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ইফতেখার হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে নীতিমালার তোয়াক্কা না করে টাকার বিনিময়ে বদলি–বাণিজ্য, বিভাগীয় মামলার ভয় দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া ও হয়রানির অভিযোগ ওঠে। এ নিয়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে গত বছরের ডিসেম্বরে বিভাগীয় মামলা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। এরপর অভিযুক্ত কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া কারণ দর্শানোর নোটিশের জবাবও দেন। তবে তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় আনুষঙ্গিক প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়।