দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন অগ্নিনির্বাপক যন্ত্রের আওতায় আনা হয়েছে। পাশাপাশি অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় সমিতির সদস্যদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
আজ রোববার (৩ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোঃ আবদুন নূর দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সমিতির ভবন অগ্নিনির্বাপক যন্ত্রের আওতায় আনা হয়েছে। ভবনে মোট ২২৬টি অগ্নিনির্বাপক যন্ত্র বসানো হয়েছে।
সমিতির সম্পাদক আরো জানান, প্রিয় সমিতিকে অগ্নিকান্ডের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করার জন্য আরো অগ্নিনির্বাপক যন্ত্র বসানোর প্রক্রিয়া চলছে। সন্মানিত সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।