খুলনার নতুন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বেগম মমিনুন্নেছার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহত্তর খুলনা আইনজীবী সাংবাদিক কাউন্সিলের নেতৃবৃন্দ।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আজাদ বার্তা সম্পাদক অ্যাডভোকেট এম. মাফতুন আহমেদের নেতৃত্বে রোববার (৩ জুলাই) বিকেলে বেগম মমিনুন্নেছার সাথে সিএমএম কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন সাংবাদিক নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতের সময় নেতৃবৃন্দ খুলনার নয়া চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভেচ্ছা জানান। সেই সাথে কেন্দ্রীয় সভাপতির নিজ লেখা কিছু বই চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে উপহার দেন।
সাক্ষাতকালে নেতৃবৃন্দ আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারককে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। এছাড়া আদালতের তিনজন পেশকারের নানা অনিয়মের কথা ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক কর্তৃক আইনজীবী এবং বিচারপ্রার্থীদের সাথে প্রতিনিয়ত নানা রূঢ় আচরণের কথা নয়া চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দৃষ্টিগোচর করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এস.এম. মাসুদুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ-আল-মামুন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, অ্যাডভোকেট মেহেদী হাসান, খুলনা ইউনিট বার সভাপতি অ্যাডভোকেট নাহিদ সুলতানা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. রায়হান আলী, অ্যাডভোকেট সাহারা ইরানী পিয়া, অ্যাডভোকেট অসিতবরণ তরফদার, হিমেল মোহাম্মদ প্রমুখ।