করোনাকালীন সময়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে সদস্যদের দেওয়া ঋণের টাকা ফেরত দিতে চাপ সৃষ্টি না করে বেনোভোলেন্ট ফান্ডের সাথে সমন্বয় করে নিতে আবেদন জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (৫ জুলাই) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কাছে এ আবেদন জানান সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।
আবেদনের বিষয়টি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন নিজেই ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার দুই বছর সীমাহীন দুর্ভোগের সময় বিজ্ঞ আইনজীবীগণকে বার অ্যাসোসিয়েশন লোন দিয়ে সহায়তা করেছিল। বর্তমানে করোনা সংক্রমণ আবারো ঊর্ধ্বগামী। ফলে এই ধাক্কা সামাল দিতে আইনজীবীরা হিমশিম খাচ্ছে।
এজন্য লোনের টাকা ফেরত দিতে চাপ সৃষ্টি না করে যেসব আইনজীবীরা বার অ্যাসোসিয়েশন থেকে লোন নিয়েছেন তাদের লোনের টাকা নিজ নিজ বেনোভোলেন্ট ফান্ডের সাথে এডজাস্ট করে নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে সমিতি বরাবর আবেদন করেছেন বলে জানান সমিতির সাবেক এই সম্পাদক।