জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এক শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করণে অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার অসামান্য অবদান রয়েছে। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। জাতি চিরকাল শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ রাখবে।
অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সাথে প্রধান বিচারপতির দীর্ঘদিনের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন: ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া মারা গেছেন
এর আগে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার (২২ জুলাই) বিকেল ৪টায় ফজলে রাব্বী মিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ক্যান্সারে ভুগছিলেন। মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
নিউইয়র্ক সময় শনিবার (২৩ জুলাই) জোহরের নামাজের পর অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার জানাজার নামাজ হবে। পরে বীর মুক্তিযোদ্ধাসহ প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধা নিবেদন করবেন।