পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জাল টাকা কেনাবেচার দায়ে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আজ রোববার (২৪ জুলাই) দুপুরে পিরোজপুরের স্পেশাল ট্রাইবুনাল নং-২ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম জাকির হোসেন হাওলাদার (৪০)। তিনি ভাণ্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মৃত মোনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর ভাণ্ডারিয়া থানা পুলিশ ইকরি বাজার থেকে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময়ে জাকির হোসেন হাওলাদারকে আটক করে। পরে জাকির হোসেনের দেয়া তথ্য মতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।
এরপর পুলিশ জাকিরকে আসামি করে থানায় মামলা দায়ের করে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৪ মে জাকির হোসেন হাওলাদারকে অভিযুক্ত করে চার্জশিট দেন।
এ মামলায় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক আজ আসামির উপস্থিতিতে উপরোক্ত রায় ঘোষণা করেন।