ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা
ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা

কাজের চাপে পরিবারের সঙ্গে সময় কাটানোর ফুরসত নেই বিচারকদের

অনেকেই ভাবেন বিচারপতি বা বিচারকদের জীবন অনেক সহজ। কিন্তু, সেটা যে ঠিক নয় তা ব্যক্ত করলেন ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা। পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলায় অবস্থিত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ল’তে প্রধান বিচারপতি একটি অনুষ্ঠানের যোগ দিয়ে বিচারকের জীবন যে কতটা কঠিন তা নিজের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।

ভারতের প্রধান বিচারপতি বলেন, ‘একজন বিচারকের জীবন সহজ নয়। বিচারকরা সপ্তাহান্তে এবং ছুটির দিনেও কাজ করেন। বেশিরভাগ সময়েই গুরুত্বপূর্ণ পারিবারিক অনুষ্ঠানসহ জীবনের অনেক আনন্দ উপভোগ করতে পারেন না।’

এ প্রসঙ্গে নিজের অনুভূতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘মাঝে মাঝে, আমি ভাবি যে আমার নাতি-নাতনিরা আমাকে আদৌও চিনতে পারবে তো!’

শুধু তাই নয়, একটি মামলার রায়দান করতে গেলেও একজন বিচারক বা বিচারপতিকে যে কতটা পরিশ্রম করতে হয় সে কথাও তুলে ধরেন এনভি রামানা। তিনি বলেন, ‘প্রতি সপ্তাহে ১০০ টিরও বেশি মামলার জন্য প্রস্তুত হতে হয়। উভয়পক্ষের যুক্তি শোনার পর স্বাধীন গবেষণা করে তবে মামলার রায়দান করা হয়।’

পাশাপাশি একজন সিনিয়র বিচারকের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও সামলাতে হয় বলে তিনি জানান। শুধু এখানেই শেষ নয়, তিনি বলেন, ‘একজন বিচারক বা বিচারপতিকে রাত জেগে মামলার নথি বই পড়ে নোট তৈরি করতে হয়। এর জন্য ঘন্টার পর ঘন্টা কেটে যায়। বেশিরভাগ দিনেই মধ্যরাত্রি পেরিয়ে যায়।’

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারকদের উপর ক্রমবর্ধমান হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দেশটির প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে ভারতের বিচার বিভাগকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিচারকদের আরও হাতে বেশি ক্ষমতা প্রদান করার পরামর্শ দিয়েছেন তিনি। এনভি রামানা বলেন, ‘বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।’

সূত্র: হিন্দুস্থান টাইমস