পঞ্চদশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারী পরীক্ষায় বিশেষ পরিদর্শক হিসেবে ৪০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। বিশেষ পরিদর্শক হিসেবে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তদের মধ্যে ৫ জনকে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী শনিবার (৩০ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকার তিনটি কেন্দ্রে একযোগে প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারী পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ ও আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিয়মিত পরিদর্শকের পাশাপাশি বিশেষ পরিদর্শক হিসেবে ৪০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পঞ্চদশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারী ৩০ জুলাই, লিখিত পরীক্ষা আগস্টে
আর এই ৪০ কর্মকর্তার মধ্যে পাঁচজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ফৌজদারি কার্যবিধির ১০৯ (১) ধারার অধীনে পরীক্ষা সংক্রান্ত অপরাধ আমলে নেয়া ও সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা দিয়ে নিয়োগ করা হয়েছে।