মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : সপরিবারে চার দিনের সফরে চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
আপীল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে, প্রধান বিচারপতি বুধবার রাত সাড়ে ১১ টায় তুর্ণা এক্সপ্রেস ট্রেন যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। পরদিন বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোর ৬ টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করার পর একইদিন সকাল সাড়ে ৯ টায় কক্সবাজারের উদ্দেশ্যে তিনি চট্টগ্রাম ত্যাগ করবেন।
কক্সবাজারে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে মতবিনিময় ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৩ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। একইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম সার্কিট হাউসে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী চট্টগ্রাম জেলার সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের এক সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
এরপর শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী চট্টগ্রাম ফয়েজ লেক ও চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন। একইদিন রাত ১১ টায় তুর্ণা এক্সপ্রেস ট্রেন যোগে প্রধান বিচারপতি ৪ দিনের চট্টগ্রাম ও কক্সবাজার সফর শেষে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।