শ্রীকান্ত দেবনাথ : ফেনী জেলা কর আইনজীবী সমিতি নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় মোহাম্মদ আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউনুস। এছাড়া সহসভাপতি পদে ইসমাইল হোসেন সিরাজীও একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (২৭ আগস্ট) ফেনী জেলা আয়কর আইনজীবী সমিতির ভোট গ্রহণ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রথম বারের মতো অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বীতা মূলক এ নির্বাচনে উৎসবপূর্ণ পরিবেশে ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন।
ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬.১০ ঘটিকায় প্রধান নির্বাচন কমিশনার ঋষিকেশ মজুমদার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইউনুস ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজাম উদ্দিন পেয়েছেন ৩৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল হাসেম (রতন) ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকারিয়া মোল্লা পেয়েছেন ২৩ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ আশ্রাফ হোসাইন সাদেক ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন আবদুল ওহাব (দুলাল মিয়াজী) পেয়েছেন ৩৬ ভোট।
এছাড়া সদস্য পদে এ. এস. এম. সাইফুল ইসলাম ৭২ ভোট, সাহাদাত হোসেন ৭০ ভোট, জেসমিন সুলতানা ফেন্সী ৮১ ভোট ও ভুবন আদিত্য মজুমদার ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে আরিফুল হাসান রবিন ২৮, আতিকুর রহমান ১৯, মেজবাহ উদ্দিন হায়দার ২৯ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রের তথ্য অনুযায়ী, জেলা কর আইনজীবী সমিতির ১০২ জন সদস্য থাকলেও, ভোটার ছিলেন ৯৮ জন। তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮৯ জন ভোটার।
এর আগে সমিতির কার্যকরী কমিটি থাকলেও কমিটি হতো সিলেকশন পদ্ধতিতে। তখন আয়কর পেশাজীবি সংখ্যাও কম ছিলো। কিন্তু বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ১০২ জন। ভোটার ৯৮ জন। এই কারণে প্রথম বারের মতো নির্বাচনের ভিত্তিতে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটিতে মোট ৯টি পদ রয়েছে। ৯ পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তার মধ্যে সভাপতি পদে মোহাম্মদ আলী খান ও সহ-সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী একক প্রার্থী হওয়ায় এই ২ পদে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এছাড়া বাকি ৭ পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।