বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলনের (বিএনএলএম) ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খন্দকারকে আহ্বায়ক ও আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এ বি এম রফিকুল হক তালুকদার রাজাকে সদস্য সচিব করা হয়েছে।
সুপ্রিম কোর্ট বার ভবনে আইনজীবীদের এক সভায় বুধবার (১২ অক্টোবর) এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান, আইনজীবী শাহ আহমেদ বাদল, মো: আবুল কাশেম, ড. শামসুল আলম, এস এম খালেকুজ্জামান, শরিফ ইউ আহমেদ, জুলফিকার আলী জুনু, এস এম আরিফুল ইসলাম, মো: মোস্তাক আহমেদ, মনির হোসেন, মো: ওবায়দুল ইসলাম, ওয়ালিউল ইসলাম, সওকত উল্লাহ খান, নাজমুল হাসান, হেমায়েত উদ্দিন বাদশা প্রমুখ।
সভায় সকল জাতীয়তাবাদী আইনজীবীদের ঐক্যবদ্ধ করে অবিলম্বে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবির আন্দোলন জোরদার করার ঘোষণা দেয়া হয়।
এ সময় অর্ধশতাধিক আইনজীবী অংশ নিয়ে জনগণ যাতে ভোটের অধিকার ফিরে পায় এবং দেশে গণতন্ত্র ও আইনের শাসন কায়েমের লক্ষে সারাদেশে আইনজীবীদের নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।