বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন বিইউপি আইন সমিতি (বিআস) এর প্রথম নির্বাচনের মাধ্যমে বিআস কার্যনির্বাহী সংসদ গঠিত হয়েছে।
গতকাল ২২ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের পর নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
এতে ৯১ ভোট পেয়ে সভাপতি হয়েছেন জিয়াউল হক। ১৪৭ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ বিন নাসের।
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ৫ জন: আরিফুল ইসলাম প্রান্ত, আহমদ হোসাইন আক্কাছ, সাদিউল ইসলাম হৃদয়, ফখরুল ইসলাম প্রাঙ্গন এবং উম্মে ফাতেমা তৃষা।
যুগ্ম সাধারণ সম্পাদক ৪ জন: মেহেদী হাসান সরকার, মাহফুজার রহমান আবির, মোহতাসিম ওয়াসিফ, নাঈমুম হোসেন সাকিব।
সাংগঠনিক সম্পাদক ৫ জন: সিব্বির আহাম্মেদ, রাইসুল আমিন, জাকির হোসেন, হৃদয় হোসেন, আবুবক্কর সাজু। কোষাধ্যক্ষ হয়েছেন আশরাফুজ্জামান, সহ-কোষাধ্যক্ষ পদে জাওয়াদ জারিফ।
এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সংসদের সদস্য পদে ২ জন নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য আবদুল বাতেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি আইন পেশায় বিইউপির শিক্ষার্থীদের যাবতীয় সহযোগিতা দেবার ব্যাপারে আশ্বস্ত করেন।