বগুড়ায় শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী মণ্ডল চাঁন (৪৪) হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফেনী জেলার শিক্ষানবিশ আইনজীবীগণ।
গত বৃহস্পতিবার সকাল ৯.৩০ ঘটিকায় ফেনী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম (৪), সাধারণ সম্পাদক এডভোকেট মোহাং গিয়াস উদ্দিন, সহসভাপতি এডভোকেট জুলফিকার বকুলসহ প্রমুখ আইনজীবী।
এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন আব্দুল হালিম সোহেল, তুষার চন্দ্র পাল, নাজমুল ইসলাম, হৃদয়, আব্দুল হালিম পিয়াস, রাহুল, জিন্নাহ, সজল শার্মা, টিপু, অনুপসহ অসংখ্য শিক্ষানবিশ আইনজীবীগণ।
বক্তারা বলেন, প্রত্যেক অপরাধের বিচার হওয়া উচিত। শিক্ষানবিশ আইনজীবীকে হত্যার মধ্যে দিয়ে প্রমানিত হয় আইনের শাসন যথাযথ ভাবে প্রতিষ্ঠিত হয়নি। অতি দ্রুত অপরাধীদের বিচারের আওতায় এনে দ্রুত দন্ড প্রদান ও কার্যকর করতে পারলে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।
এডভোকেট শ্রীকান্ত দেবনাথ, ফেনী প্রতিনিধি, ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কম।