ভ্যাট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিএবি) সভাপতি মো. হাসানুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন।
রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনটির কার্যালয়ে ২০২২-২৩ ও ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনে তারা নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো. আবু নাসের মঞ্জুরুল হক ও মো. হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং পরিচালক পদে নির্বাচিতরা হলেন মো. তছলিমুল হক মনা, মো. হানিফুর রহমান, সারোয়ার হোসেন খান ও মো. আরশেদ আলী।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য লালটু লাল সরকার ও সদস্য ছিলেন গাজী মোঃ মহসিন ও জহিরুল কাইউম।
সংগঠনটি জানায়, এনবিআর কর্তৃক সার্টিফাইড ভ্যাট কনসালট্যান্টস ও ভ্যাট এজেন্টদের সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত একমাত্র অ্যাসোসিয়েশন ভ্যাট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিএবি)। অ্যাসোসিয়েশনটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। গত ২৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্সপ্রাপ্ত হন। ২৪ নভেম্বর রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) থেকেও নিবন্ধন গ্রহণ করে ভিসিএবি।