চলতি সপ্তাহে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার বা বুধবার হতে পারে বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হতে পারে। এছাড়া আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা প্রতি বছর ২ দফা নেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল।
ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ আয়োজিত নবীন বরণ, বিদায় এবং তালিকাভুক্ত নবীন আইনজীবীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, ভারতের এক প্রখ্যাত আইনজীবী বলেছিলেন, ‘আইনজীবী দুই ধরনের হতে পারে- রাজমিস্ত্রি ও স্থপতি। যারা প্রথাগত কাজকর্ম করেন, যেমন হাজিরা দেওয়া, জামিন আবেদন করা এরা হলেন রাজমিস্ত্রি। আর শুধু আইনের বই না পড়ে সব বিষয়ের বই পড়েন, সমাজ পরিবর্তনে আইনজীবী হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন তারা হলেন স্থপতি।
অনুষ্ঠানে উপস্থিত আইনজীবী ও আইনের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একজন আইনজীবী কিন্তু ২৪ ঘণ্টাই আইনজীবী, এটা মাথায় রাখতে হবে। আপনি যখন সাধারনের সঙ্গে চলবেন, মিশবেন, তখনও কিন্তু আপনাকে যুক্তি দিয়ে কথা বলতে হবে এবং আচরণ করতে হবে।
ফেনী ইউনিভার্সিটির সব শিক্ষার্থীকে উদ্দেশে করে আমিন উদ্দিন বলেন, আপনি কোথা থেকে উঠে এলেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়লেন সেটা বড় কথা নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আপনাকে সব বিষয়ে প্রচুর পড়াশোনা করতে হবে। বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই সবাইকে সংবিধান পড়তে হবে।
গত শনিবার (২৬ নভেম্বর) ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের এ অনুষ্ঠানে বিভাগের ১১তম থেকে ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ২৮তম ও ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। আর বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে বিভিন্ন আদালতের আট আইনজীবীকে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কাজী শামসুল হাসান ও সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী মিনহাজুল হক চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন- ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সদস্য আব্দুস সাত্তার, ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব এ এস এম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, ট্রাস্টি বোর্ডের সদস্য ও ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী জাফর উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আয়োজক কমিটির আহবায়ক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান এবং সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম জামালউদ্দিন আহমেদ।