রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১১টি পদের বিপরীতে সভাপতিসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ছয়জন, সাধারণ সম্পাদকসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দু‘জন এবং সহ-সাধারণ সম্পাদকসহ সাধারণ আইনজীবী পরিষদের তিনজন নির্বাচিত হয়েছেন।
জেলা বার অ্যাসোসিয়েশন ভবনে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এতে মোট ২০৪ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অশোক কুমার সাহা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের আব্দুর রাজ্জাক (২)।
সম্পাদকীয় পদে নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশা, খান মোহাম্মদ জহুরুল হক, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আহম্মদ আলী মৃধা বাটু।
আর সদস্য পদে তুহিন শেখ, সাখাওয়াৎ হোসেন সালেহ, সুখেন্দু চক্রবর্তী, অনুপ কুমার দাস ও নিজাম উদ্দিন শেখ নির্বাচিত হয়েছেন।