স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইনের রোয়েদাদ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য বিচারক নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সারা দেশের ৬৪ জেলায় রোয়েদাদ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বিচারক নিয়োগ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়া সই করা প্রজ্ঞাপনের ভাষ্য মতে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭ এর ধারা ২৯ অনুযায়ী রোয়েদাদ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য দেশের ৬৪টি জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারককে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সংশ্লিষ্ট জেলার আরবিট্রেটর নিয়োগ করা হয়েছে।