বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষা আগামী শনিবার (৪ মার্চ) অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের জন্য ১৫ জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বার কাউন্সিল আয়োজিত এ পরীক্ষায় জুডিসিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে বলে বুধবার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তির ভাষ্যমতে, পরীক্ষা সংক্রান্ত অপরাধসমূহ ফৌজদারি কার্যবিধির ধারা ১৯০(১) এর উপধারা (১) এর অধীনে আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য এসব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
নিয়োগকৃত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের তালিকা দেখতে লিংক ক্লিক করুন।
প্রসঙ্গত, হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষা আগামী শনিবার (৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।