আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সারা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ও দাপ্তরিক কাজের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বুধবার (১৫ মার্চ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
হাইকোর্টের রেজিস্ট্রার মুন্সী মো. মসজিয়ার রহমান সই করা বিজ্ঞপ্তির তথ্য মতে, রমজান মাসে হাইকোর্ট বিভাগে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার বিচারিক কার্যক্রম চলবে। এসময় সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত বিচারকাজ চলবে। মাঝে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। আর সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।
আরও পড়ুন : রমজানে অধস্তন আদালতের সময়সূচি নির্ধারণ
অন্যদিকে রমজান মাসে হাইকোর্ট বিভাগে দাপ্তরিক কাজ চলবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। আর সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।