রমজানে অধস্তন আদালতের সময়সূচি নির্ধারণ
আদালত (প্রতীকী ছবি)

রমজানে অধস্তন আদালতের সময়সূচি নির্ধারণ

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সারা দেশের অধস্তন আদালতসমূহের বিচারিক কার্যক্রম ও দাপ্তরিক কাজের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে বুধবার (১৫ মার্চ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

হাইকোর্টের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান সই করা বিজ্ঞপ্তির তথ্য মতে, রমজান মাসে অধস্তন আদালতসমূহে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার বিচারিক কার্যক্রম চলবে। এসময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিচারকাজ চলবে। মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। আর সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

আরও পড়ুন : রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ

অন্যদিকে রমজান মাসে অধস্তন আদালতসমূহের দাপ্তরিক কাজ চলবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। আর সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।