সরকারি খরচে আইনগত সহায়তা ও পরামর্শ সেবার গুণগত মানবৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটি জেলা কারাগারে ব্যতিক্রমী কর্মসূচির উদ্যোগ নেয় জেলা লিগ্যাল এইড অফিস। জেলা কারাগারে লিগ্যাল এইড এর উদ্যোগে প্যানেল আইনজীবী ও কারাবন্দিদের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ২ টায় আইনি সহায়তা প্রদানে প্রতিবন্ধকতা নিরসনে কারাবন্দি ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে আইনি সেবা প্রসঙ্গে বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ।
সভায় মো. জুনাইদ বলেন, ‘সরকারের পক্ষে জাতীয় আইনগত সহায়তা সংস্থা কারাবন্দি ও সব নিপীড়িত মানুষকে আইনগত সহায়তার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। আপনারা নিঃসংকোচে ও বিনা খরচে এই সেবা নিতে পারবেন।’
এ সময় কারাবন্দিরা সরকারি খরচে আইনগত সহায়তা ও পরামর্শ পেতে ভোগান্তিসহ বিভিন্ন অভিযোগ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। উপস্থিত লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা সরাসরি এসব প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে লিগ্যাল এইড সেবা নিশ্চিত করার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে রাঙামাটি জেলা কারাগারের জেলার আতিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা সংস্থার রাঙামাটির প্যানেল আইনজীবী হ্লাথোয়াই প্রু মারমা, শফিউল আলম মিয়া, রাশেদ ইকবাল, মিলন চাকমা, শহিদুল ইসলাম , হারুনুর রশীদ, আলাল উদ্দিন প্রমূখ কারাবন্দিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি খরচে জনগণের দোরগোড়ায় আইনগত সহায়তা পৌঁছে দিতে দেশের ৬৪টি জেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে জেলা লিগ্যাল এইড কার্যালয় চালু করে বিচার বিভাগ। মূলত আদালতে বিচারাধীন মামলাজট ও দীর্ঘসূত্রিতা থেকে মুক্তি এবং স্বল্পসময়ে বিরোধ মীমাংসার লক্ষ্যে সংস্থাটি জেলা পর্যায়ে কাজ করছে।
পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও প্রতিষ্ঠানটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সমন্বয় সভা, উপজেলা-ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠনসহ বিরোধপূর্ণ ভূমি বিরোধ মীমাংসায় কাজ করছে। এছাড়া পারিবারিক ও সামাজিক বিরোধ মীমাংসায় প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে।
সংস্থাটির তথ্যমতে, রাঙ্গামাটিতে গত ১৫ মাসে ১৫০০টির অধিক অভিযোগ আপসে বিরোধ মীমাংসা হয়ে আসছে। প্রায় দুই শতাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এছাড়া দুস্থ ও অসহায় পরিবারকে আইনি সহায়তা প্রয়োজনবোধে নিজস্ব প্যানেল আইনজীবী নিয়োগের মাধ্যমে আদালতে মামলা করতে সহায়তা করে আসছে সংস্থাটি।
আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা দুর্গম রাঙ্গামাটির ০৯টি উপজেলা এবং ৩০টি ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন, নালিশী জমিতে সরেজমিন মীমাংসা সভা, জেলা ব্যাপী ইমাম-খতীব ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের ফলে স্থানীয় অধিবাসীদের মধ্যে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়ার বিষয়ে আস্থা বেড়েছে।