গাজীপুরের একটি মাদক মামলায় বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন স্ট্যান্ডওভার থাকার পর একই আদেশের বিরুদ্ধে নতুন করে আবেদন করায় এক আইনজীবী ও তদবিরকারককে শোকজ করেছেন হাইকোর্ট।
আগামী ১৭ মে সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হয়ে আইনজীবী মো. এহসান রুশদী ও তদবিরকারক হৃদয় মিয়াকে তাদের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করতে বলা হয়েছে।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৯ মে) এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালত মাদক মামলার এক আসামির জামিন নামঞ্জুর করেন।
এ আদেশের বিরুদ্ধে গত ২৬ এপ্রিল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আবেদন করা হয়। এ আবেদনের শুনানি নিয়ে আদালত মামলাটি দুই মাসের জন্য স্ট্যান্ডওভার রাখেন।
আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট চন্দ্রন সরকার ও অ্যাডভোকেট রাশেদুজ্জামান।
আবেদন স্ট্যান্ডওভার থাকা অবস্থায় গত ৮ মে গাজীপুর আদালতের একই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী এহসান রুশদী। এ আবেদনের তদবিরকারক হলেন হৃদয় মিয়া। বিষয়টি হাইকোর্টের নজরে এলে আদালত তাদের তলব করেন।