ফেনীতে 'ন্যায়কুঞ্জ' এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিচারপতি বোরহান উদ্দিন
ফেনীতে 'ন্যায়কুঞ্জ' এর ভিত্তিপ্রস্তর স্থাপন

ফেনীতে ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিচারপতি বোরহান উদ্দিন

আদালতে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ফেনীর জেলা ও দায়রা জজ আদালত ভবন সংলগ্ন মাঠে ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) ফেনীর জেলা আদালত প্রাঙ্গণে নির্মিতব্য ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন।

ফেনীতে 'ন্যায়কুঞ্জ' এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিচারপতি বোরহান উদ্দিন
ফেনীতে ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন

উদ্বোধন অনুষ্ঠানে ফেনীর জেলা ও দায়রা জজের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল অফিসার সুস্মিতা আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিচারপতি বোরহান উদ্দিন ও সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এস. এম. রুহুল ইমরান।

অনুষ্ঠানে বিচারপতি বোরহানউদ্দিন বলেন, ন্যায়ের শাসন ছাড়া একটা দেশ অগ্রসর হতে পারেনা। দেশের উন্নয়নের জন্য ন্যায়ের শাসনের বিকল্প নেই। ন্যায় বিচার প্রার্থীদের সুবিদার্থে দেশের সবকটি জেলা আদালতে এমন বিশ্রামাগার নির্মাণ হচ্ছে।

ফেনীতে 'ন্যায়কুঞ্জ' এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিচারপতি বোরহান উদ্দিন

এসময় উপস্থিত ছিলেন ফেনীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আতাউল হক, পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাসসহ ফেনীর জজশীপ ও ম্যাজিষ্টেসিতে কর্মরত বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ও ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিপুল সংখ্যক সাংবাদিক বৃন্দ।

এই ‘ন্যায়কুঞ্জ’ হবে আদালতে আসা ফেনীর বিচারপ্রার্থী জনগণের বিশ্রাম ও আশ্রয়স্থল।