উচ্চ আদালতে আইন পেশা পরিচালনায় বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ১১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এনরোলমেন্ট কমিটির নির্দেশে আজ মঙ্গলবার (১৮ জুলাই) বার কাউন্সিল সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: বিচারপতি বাবা ও আইনজীবী দুই ছেলের আবেগঘন মুহূর্ত
বিজ্ঞপ্তির ভাষ্যমতে, চলতি বছরের ৪ মার্চ অনুষ্ঠিত হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষায় ১ হাজার ১১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এছাড়া তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের জন্য ১৯৬ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন: আইন পেশার টাইটেল ‘ব্যারিস্টার’ শব্দ ব্যবহার নিষিদ্ধের দাবিতে আইনি নোটিশ
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।