মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : পঞ্চাশ হাজার ইয়াবা পাচারের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড, একইসাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো: মোশারফ হোসেন মঙ্গলবার (২২ আগস্ট) এ রায় ঘোষণা করেন।
দন্ডিত আসামী হলেন বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম পাড়ার প্রতাপপুর এলাকার বিদ্যুৎ খাঁ’র পুত্র শরীফুল খাঁ। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল মামলাটি পরিচালনা করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী প্রনব কান্তি দাশ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ) ধারায় বিজ্ঞ বিচারক মো: মোশারফ হোসেন উক্ত আসামীকে দোষী সাব্যস্ত করে এ দন্ডাদেশ প্রদান করেন।