চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রয়াত ২৩ জন সদস্যের স্মরণে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রেভারেন্স শেষে চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে চট্টগ্রামে কর্মরত সকল বিচারক ও আইনজীবীদের উপস্থিতিতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা।
সভায় উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ ড. বেগম জেবুনেছা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ, চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজগণ, অতিরিক্ত মহানগর দায়রা জজগণ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ সহ অন্যান্য বিচারকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এ.এস.এম. বজলুর রশিদ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেকান্দর চৌধুরী, সহসভাপতি আবদুল হক, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক মোশারফ হোছাইন, পাঠাগার সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম বেলাল, ক্রীড়া সম্পাদক মো. ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অলি আহমদ, নির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ জাহেদ হোসেন, জামশেদ আলম, মো. ইকবাল হোসাইন, মো. সাদ্দাম হোসেন, মনজুর আলম, সাজেদা বেগম (সাজু), ইসরাত জাহান মুকুল, মিনহাজ উদ্দিন, রানা মিত্র, আবিদা সুলতানা (শারমিন), ফারজানা হাকিম চৌধুরীসহ বিদায়ী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং সমিতির সাবেক সভাপতি ও সাধারণসম্পাদকবৃন্দ সহ বিপুল সংখ্যক আইনজীবী।
ফুলকোর্ট রেভারেন্স শেষে সমিতির ৩নং মিলনায়তনে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ.এস.এম. বজলুর রশিদ, সঞ্চালনায় ছিলেন সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান।
সভায় প্রয়াত সদস্যদের কর্মময় জীবন সম্পর্কে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাবেক সহসাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ নজমুল হক, মুহাম্মদ হাসান আলী চৌধুরী।
এছাড়াও অন্যান্য আইনজীবীদের মধ্যে আবু তৈয়ব কিরণ, ফখরুদ্দিন জাবেদ, কাশেম কামাল, তৌহিদুল আলম, মাহতাব উদ্দিন চৌধুরী, মো. মাহবুবুল ইসলাম, মো. আইয়ুব, মাসুদুল আলম, শামসুল আলম, এরশাদ হোসাইন, সরওয়ার আলম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সমিতির ২৩ জন বিজ্ঞ সদস্যেরে মৃত্যুতে আমরা শোকাহত। যারা আমাদের সাথে আইন পেশায় নিয়োজিত ছিলেন যাঁরা বেঁচে থাকতে সমাজ ও দেশের সেবায় স্ব স্ব ক্ষেত্রে অবদান রেখে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের গৌরবময় অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও আইনের চর্চায় আইনজীবীদের ভূমিকা অর্নস্বীকার্য।
বার ও বেঞ্চ একটি আরেকটির পরিপূরক হিসেবে কাজ করে। আইনজীবীদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিপূর্ণভাবে সম্পাদন করা কোনভাবেই সম্ভব না। বিচার বিভাগকে সমুন্নত করার কাজে আইনজীবীরা ওতপ্রোতভাবে জড়িত। আজকে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তারা আমাদের অত্যন্ত আপনজন ছিলেন। তাঁদের পদচারণায় চট্টগ্রামের আদালত অঙ্গন একদিন মুখরিত ছিল। যে সকল বিজ্ঞ আইনজীবী আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সকল কর্মকান্ড অনুসরণ ও অনুকরণ করতে হবে বলেও বক্তারা উল্লেখ করেন।
এছাড়া সভায় বিজ্ঞ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত ও সদগতি কামনা করে এক মিনিট নিরবতা পালন, দোয়া, মোনাজাত ও প্রার্থনা করা হয়। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির পাঠাগার সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, গীতা পাঠ করেন সমিতির সদস্য সুমন কান্তি সুশীল, ত্রিপিটক পাঠ করেন জিকু বড়–য়া, মোনাজাত পরিচালনায় ছিলেন সমিতির পাঠাগার সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম । রেভারেন্স শেষে চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়।