আইনের ওপর বেশি বেশি মৌলিক বই লিখতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান।
সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ‘অসমাপ্ত অমনিবাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বইটি লিখেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দিদার আলম কল্লোল।
বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আইনের ওপর মৌলিক বই খুবই কম। তাই আইনজীবীদের আইনের ওপর মৌলিক লিখতে হবে। যদিও মৌলিক বই লেখা কঠিন কাজ। তবুও মৌলিক বই লিখে নিজের চিন্তাধারাকে বিকশিত করুন।
পারস্পারিক সম্পর্ক ভালো রাখার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে মানুষে মানুষে সম্পর্ক বেশি প্রয়োজন। একে অপরের দোষ না খুঁজে ভালো কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে। সমাজে এখন হিংসা-বিদ্বেষ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে দেখা যায়। এসব বন্ধ করতে হবে। বিভেদ ভুলে সবাইকে দেশের স্বার্থে কাজ করতে হবে। অসম্প্রাদায়িক দেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেন, লেখার ওপর গুরুত্বারোপ করতে গিয়ে একজন মনীষী বলেছেন, লিখুন..সুইসাইড নোট হলেও লিখুন! করোনার সময়কালটা আমাদের প্রত্যেকের মনে বিভীষিকাময় স্মৃতি হয়ে থাকবে। আমার চেম্বারের একসময়ের জুনিয়র অ্যাডভোকেট কল্লোল বইটি লেখায় তাকে নিয়ে আমি গর্বিত।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল আলম বুদু, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, অ্যাডভোকেট শাহ মনজুরুল হক, অ্যাডভোকেট আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।