আদালতে আইনজীবীদের হট্টগোল, বিচারকের এজলাস ত্যাগ
ঢাকা মহানগর দায়রা জজ আদালত

আদালত প্রাঙ্গণে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন যুবক

ঢাকার নিম্ন আদালতে মামলার হাজিরা দিতে এসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন জাহিদুল ইসলাম (৩৮) নামে এক যুবক। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিকেল ৩টার দিকে তার পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আদালত প্রাঙ্গণে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন যুবক
আদালত প্রাঙ্গণে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন যুবক

জাহিদুলকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই এস এম আরিফুজ্জামান বলেন, আজ আদালতে জাহিদুলের হাজিরার তারিখ ছিল। আদালতে অ্যাডভোকেটের রুমের সামনে অজ্ঞানপার্টির সদস্যরা সুকৌশলে তাকে কিছু খাইয়ে কাছে থাকা টাকা-পয়সা নিয়ে যায়।

তিনি আরও বলেন, জাহিদুলের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ থানার তেলকুপ গ্রামে। বাবার নাম আলী হোসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ব্যক্তির কত টাকা খোয়া গেছে তা জানা যায়নি। তিনি সুস্থ হলে এ বিষয়ে জানা যাবে।