জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিতরা। এসময় বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পদত্যাগও দাবি করেন তারা।

সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী, নির্যাতিত ও কারাবন্দি নেতাদের অন্তর্ভুক্ত না করায় রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তারা।

ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী খান হাসানের সভাপতিত্বে অ্যাডভোকেট পাপ্পু সমাবেশ সঞ্চালনা করেন। এ সময় পদবঞ্চিত নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, ঘোষিত কমিটিতে ত্যাগী, নির্যাতিত ও কারাবন্দি নেতাদের জায়গা হয়নি। এ কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাতিল করতে হবে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে এ কমিটি গঠনের হোতা ব্যারিস্টার কায়সার কামালকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্সসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দফতরের দায়িত্বে থাকা রুহুল কবির রিজভী এ কেন্দ্রীয় কমিটির অনুমোদন করেন।

১১৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আগেই মহাসচিব নির্বাচিত হন। বৃহস্পতিবার ১১৮ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ও ৮ সদস্য বিশিষ্ট আংশিক উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা জানিয়েছেন, বিগত দুই বছর আন্দোলন সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে তাদেরকেই এই আংশিক কমিটিতে প্রাধান্য দেয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ সভাপতি হয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সাংগঠনিক হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা কমিটিতে আছেন- সংসদের সাবেক স্পিকার ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দীন, আইনজীবী আহম্মদ আজম খান, নিতাই রায় চৌধুরী, ফজলুর রহমান, আফজাল এইচ খান ও বোরহান উদ্দিনকে।

সহ-সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, মাসুদ আহম্মেদ তালুকদার, আব্দুল জব্বার ভূঁইয়া, মহসিন মিয়া (ঢাকা বার), খোরশেদ আলম (ঢাকা বার), ইকবাল হোসেন (ঢাকা বার), মকবুল হোসেন ফকির (ঢাকা বার), খোরশেদ মিয়া আলম (ঢাকা বার), গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, মোঃ তৌফিক হোসেন, আবেদ রাজা, মোঃ আমিনুল ইসলাম, এম এ মতিন (ট্যাক্স বার), আবুল খায়ের (ঢাকা বার), আব্দুল লতিফ তালুকদার (ঢাকা বার), নুরুল ইমাম বাবুল (ঢাকা বার), জহির রায়হান জসিম (ঢাকা বার), নাজিম উদ্দিন চৌধুরী (চট্টগ্রাম বিভাগ), এস আর ফারুক (খুলনা বিভাগ), পারভেজ তৌফিক জাহেদী (রাজশাহী বিভাগ), কায়মুল হক রিংকু (কুমিল্লা বিভাগ), নূরুল হক (ময়মনসিংহ বিভাগ), আলী আশরাফ নানু (ফরিদপুর বিভাগ), এনায়েত হোসেন বাচ্চু (বরিশাল বিভাগ)।

যুগ্ম মহাসচিব ওমর ফারুক ফারুকী, মোহাম্মদ আলী, কামাল হোসেন, শহিদুজ্জামান শহীদ, আব্দুল্লাহ আল মাহাবুব, গাজী তৌহিদুল ইসলাম, মনিরুজ্জামান আসাদ, মো: আক্তারুজ্জামান, শহিদুজ্জামান, কামরুজ্জামান মামুন, সাখাওয়াত হোসেন আকাশ, মাহামুদ হাসান, জসিম সরকার, গোলাম রসুল বকুল, আঞ্জুমান আরা মুন্নি, আইয়ুব আলী আশ্রাফী, সালমা সুলতানা সোমা। সহ-সাংগঠনিক সম্পাদক, রফিকুল ইসলাম মন্টু (খুলনা বিভাগ), মোর্শেদ আল মামুন লিটন (কুমিল্লা বিভাগ), শহিদুল ইসলাম শপু (ঢাকা বিভাগ), রেজাউল করিম রেজা (চট্টগ্রাম বিভাগ), ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন (রাজশাহী বিভাগ), ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম (সিলেট বিভাগ), কে আর খান পাঠান (ময়মনসিংহ বিভাগ), ইউনুছ আলী রবি (ররিশাল বিভাগ), এ এইচ এম ওহাব সজিব (রংপুর বিভাগ), কোষাধ্যক্ষ মোক্তার কবির খান, দফতর সম্পাদক জিয়াউর রহমান।

প্রচার সম্পাদক মাহাবুবুর রহমান খান, আর্ন্তজাতিক সম্পাদক ইফতেখার মাহামুদ চৌধুরী, মেহেদী হাসান, সাকিবুজ্জামান সাকিব। মানবাধিকার সম্পাদক এজাজ কবির, আক্তার হোসেন, ওসমান চৌধুরী। সাংস্কৃতিক সম্পাদিকা সরকার তাহমিদা সন্ধ্যা, মহিলা সম্পাদিকা শামীমা সুলতানা দীপ্তি। ক্রীড়া সম্পাদক মাহাফুজ বিন ইউসুফ। ক্রীড়া সম্পাদক (মহিলা) আয়েশা আক্তার। সমাজ কল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাকসুদ উল্ল্যাহ, নাট্য বিষয়ক সম্পাদক দেওয়ান হুমায়ন কবির রিপন। সহ-কোষাধ্যক্ষ আনিছুর রহমান ও আনিসুর রহমান রায়হান। সহ-প্রচার সম্পাদক মাসুদ রানা, সহ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান আহাদ, সহ-মহিলা সম্পাদিকা জামিলা মমতাজ। সহ-গণযোগাযোগ সম্পাদক জামিউল হক ফয়সাল, সহ-প্রকাশনা সম্পাদক রাসেল আহম্মেদ, সাগর হোসেন।