বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালদ্বীপের প্রধান বিচারপতির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালদ্বীপের প্রধান বিচারপতির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালদ্বীপের প্রধান বিচারপতির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম আদনান।

আজ শনিবার (৪ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ এসেছেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম আদনান।

বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন মালদ্বীপের প্রধান বিচারপতি।

আজ বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আগামী ৪ নভেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৩টায় ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান’ এবং ‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম আদনান (Justice Uz. Ahmed Muthasim Adnan).