রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন বলেছেন, পৃথিবীর কোথাও সুপ্রিম কোর্টে কিন্তু ইচ্ছেমতো ঢোকা যায় না। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, একটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলেছেন, তিনি যখন সুপ্রিম কোর্টের ফটক দিয়ে ঢুকছিলেন, তখন তাঁকে তল্লাশি করা হয়েছে। আরেকটি কথা বলেছেন, উনি গাউন পরা ছিলেন, এরপরও তাঁকে তল্লাশি করা হয়েছে।
এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আইনশৃঙ্খলা নিয়ে একটি সভা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত সভায় আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম সভাপতিত্ব করেন। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক, অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলরা ছিলেন। অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা এবং অন্য বিচারপতিরা ছিলেন। সভায় কতগুলো সিদ্ধান্ত গৃহীত হয়।
আইনজীবীকে তল্লাশি প্রসঙ্গে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সমিতির স্টিকার ছাড়া কোনো গাড়ি ঢুকবে না। সমিতির সদস্য হিসেবে ওনার (ওই আইনজীবী) গাড়িতে কি স্টিকার লাগানো ছিল? অবশ্যই ছিল না। স্টিকার লাগানো থাকলে ওনার গাড়ি চেক করা হবে না।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আরও বলেন, ‘শুধু আমরা না, আমাদের প্রতিবেশী ভারতসহ বিশ্বের যেকোনো দেশের সুপ্রিম কোর্টেই যান (আমাদের আপিল বিভাগ, ওদের সুপ্রিম কোর্ট), সেখানে কেউ এভাবে ঢুকতে পারে না। ঢুকতে হলে কিন্তু প্রথমত পাস নিতে হয়। জানাতে হয় কী উদ্দেশ্যে যাবেন।’
ওই আইনজীবীকে গাউন পরে বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘যখন আমরা আদালতে প্রবেশ করি, তখন গাউন পরি। অন্য সময় গাউন পরার নিয়ম নেই। প্রচলিত যে ঐতিহ্য, তাতে গাউন পরে কেউ রাস্তাঘাটে ঘোরে না। তাই অনুরোধ করব, গাউন পরে বাইরে যেন না যান।’
‘কোন আইনজীবীর কথা বলছেন’—সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ এম আমিন উদ্দিন বলেন, ‘শাহদীন মালিককে দেখলাম।’
উনি ওই দিন বলেছিলেন, ‘সুপ্রিম কোর্ট ক্যান্টনমেন্টের মতো হয়ে গেছে’—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘উনি যদি এটি বলে থাকেন, তাহলে উনাকে বলব অন্য কোন দেশের—এমনকি উনি নিশ্চয়ই লন্ডনে যান। আমরা যে লন্ডনে যাই, হাইকোর্টে যে ঢুকতে হয়, আমাদের কিন্তু পাস নিতে হয়। সেই পাস নিয়ে গাড়ির নম্বর থাকতে হয়, অটো চেক করে নম্বরটি যদি থাকে তাহলে ঢুকতে দেয়। অন্যথায় ঢুকতে দেয় না। পৃথিবীর কোথাও সুপ্রিম কোর্টে ইচ্ছেমতো ঢোকা যায় না। উনি তো নিশ্চয়ই এটি জানেন। এটি উনি কেন বললেন, নিশ্চয়ই উনার অন্য কোনো উদ্দেশ্য থাকবে।’