রেস্টুরেন্ট কর্মীর মুখে গরম খাবার ছুঁড়ে মেরে অভিনব সাজা পেলেন এক মার্কিন নারী। আদালত তাকে দুই মাস ফাস্ট ফুড রেস্টুরেন্টে কাজের নির্দেশ দিয়েছে। এছাড়া সঙ্গে এক মাসের কারাদণ্ডও দেয়া হয়েছে তাকে। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে জানানো হয়, ওই নারীর নাম রোসম্যারি হাইনি। গত ৫ই সেপ্টেম্বর তিনি ফাস্ট ফুড রেস্টুরেন্টের কর্মী এমিলি রাসেলের ওপর চরাও হন। তার সেই ভিডিও ফুটেজ দ্রুত ভাইরাল হয় এক্স ও ফেসবুকে। মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। মামলায় রোসম্যারিকে তিন মাসের কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের ওহাইওর একটি আদালত।
তবে বিচারক টিমোথি গিলিয়ান অভিযুক্ত ওই নারীকে একটি সুযোগ দেন। রায়ে তিনি বলেন, রোসম্যারি চাইলে এক মাস কারাদণ্ডের পর রেস্টুরেন্টে দুই মাস কাজ করে তার বাকি কারাদণ্ড মওকুফ করতে পারেন।
গিলিয়ান ওই নারীকে প্রশ্ন করেন, আপনি কি ওই রেস্টুরেন্ট কর্মীর জীবন কেমন তা দেখতে চান এবং কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় তা শিখতে চান? নাকি আপনি পুরো সময় কারাগারে থাকতে চান? এর জবাবে ওই রোসম্যারি জানান, তিনি কারাদণ্ডের পরিবর্তে রেস্টুরেন্টে কাজ করতে চান।