সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রবিউল হোসাইনের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আইনজীবী মো. রবিউল হোসাইন শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর মুগদা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ ও মহিউদ্দিন রুদ্র তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, অ্যাডভোকেট রবিউল হোসাইন কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার ভোরে তিনি মারা গেছেন।
অ্যাডভোকেট রবিউলের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুপ্রিম কোর্ট বারের শোক, জানাজা অনুষ্ঠিত
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক আব্দুন নুর দুলাল।
এদিকে আজ বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী মো. রবিউল হোসাইনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, আজহার উল্লাহ্ ভুঁইয়াসহ শত শত আইনজীবী উপস্থিত ছিলেন।