ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন-কে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির সভাপতি নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুল আলী আকন্দ।
আরও পড়ুন: চট্টগ্রাম-২ আসনে খাদিজাতুল আনোয়ার সনির সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট
এর আগে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন-কে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির সভাপতি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।
আরও পড়ুন: এমপি খাদিজাতুল আনোয়ারের সিআইবি রিপোর্ট হাইকোর্টে তলব
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিটে শিক্ষা সচিব, ভিসি, ঢাবি, কলেজ পরিদর্শক সাঈদ খোকন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অধ্যক্ষকে রিটে বিবাদী করা হয়।
রিট আবেদনকারী আইনজীবী বলেন, হাইকোর্ট ও আপিল বিভাগের সিদ্ধান্তে আছে কোনো সংসদ সদস্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারবেন না। কিন্তু ওই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাঈদ খোকনকে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।