আয়কর আইন অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শনের বিধান রয়েছে। এই আইন প্রতিপালনে ব্যর্থ হলে জরিমানা করার বিধান সংযুক্ত করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে বুধবার (১৩ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
এতে বলা হয়েছে, ‘আয়কর আইন, ২০২৩ এর ২৬৫(১) ধারায় রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এইরূপ করদাতা যার ব্যবসা হতে আয় রয়েছে তিনি রিটার্ন দাখিলের প্রমাণ তার ব্যবসার স্থানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে প্রদর্শন করবেন।
আইনের এই বিধান প্রতিপালনে ব্যর্থ হলে ২৬৫(২) ধারা অনুযায়ী করদাতাকে উপকর কমিশনার অন্যূন পাঁচ হাজার টাকা এবং অনধিক ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারবেন।’
আরও পড়ুন: আয়কর রিটার্ন প্রস্তুতকারী (টিআরপি) নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে হাইকোর্ট
এমতাবস্থায়, এই আইনের অধীন রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এরূপ করদাতা যার ব্যবসা হতে আয় রয়েছে তার রিটার্ন দাখিলের প্রমাণ তার ব্যবসাস্থলে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে প্রদর্শন করার আদেশ জারি এবং তা বাস্তবায়নের জন্য কর অঞ্চলসমূহকে নির্দেশ প্রদান করা হয়েছে।